২২ আরোহী নিয়ে নেপালের প্লেন নিখোঁজ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মে ২৯, ২০২২ নেপালে বেসরকারি বিমান সংস্থার একটি যাত্রীবাহী প্লেন নিখোঁজ হয়েছে। প্লেনটিতে ২২ জন আরোহী ছিল। স্থানীয় সময় রোববার প্লেনটি নিখোঁজ হয়। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। তারা এয়ারের ওই প্লেনটি পোখারা থেকে জমসমের উদ্দেশে যাত্রা করেছিল। পরে স্থানীয় সময় রোববার সকালে প্লেনটি নিখোঁজ হয়। ৯এন-এইটি প্লেনটিতে ১৯ জন যাত্রী এবং তিনজন ক্রু সদস্য ছিল। তারা এয়ারের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে পোখারা থেকে প্লেনটির সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সর্বশেষ যে স্থানে প্লেনটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে সেখানে একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে বলে জমসম বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বিমানটিতে ১৩ জন নেপালি নাগরিক, চারজন ভারতীয় নাগরিক, দুইজন জার্মান নাগরিক এবং তিনজন ক্রু সদস্য ছিল বলে জানা গেছে। Related posts:উত্তর গাজায় ইসরায়েলি হামলা, নিহত আরও ৭৩যুক্তরাষ্ট্রে কনসার্টে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যুকাশ্মীরের বিমানবন্দর থেকে রাহুলকে ফেরত Post Views: ২৪৪ SHARES আন্তর্জাতিক বিষয়: