কানাডায় গোলাগুলিতে নিহত ২, আহত ৬ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২২ কানাডার একটি ব্যাংকের বাইরে গোলাগুলিতে দুই হামলাকারী নিহত ও ছয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টার দিকে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে এ গোলাগুলির ঘটনা ঘটে। বিস্ফোরক থাকতে পারে এ আশঙ্কায় আশপাশের বাড়ির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে ভ্যাঙ্কুভার দ্বীপের সানিচ শহরের ব্যাংক অব মন্ট্রিলে পৌঁছায় জরুরি বিভাগের কর্মীরা। এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সীমান্তের কাছে অবস্থিত। সানিচ পুলিশ তাঁদের ওয়েবসাইটে জানায়, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। সংবাদ সম্মেলনে সানিচ পুলিশের প্রধান ডিন ডুথি বলেন, ‘হামলাকারীদের সঙ্গে ভারী অস্ত্র ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তারা শরীরে বর্ম পরা ছিল।’ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘এই ঘটনায় আমি মর্মাহত ও ব্যথিত।’ Related posts:করোনায় মৃত একটি লাশ দাফনের হৃদয়স্পর্শী গল্পরাখাইনে চীনের বিশাল বিনিয়োগ চুক্তিইসরায়েলের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে: হুঁশিয়ারি খামেনির Post Views: ৩৫৯ SHARES আন্তর্জাতিক বিষয়: