ঝিনাইগাতীতে ১ হাজার ১শত কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ১ হাজার ১ শত কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২৯ জুন বুধবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদারের সভাপতিত্বে খরিপ-২/২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ-সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা কৃষি অফিসার জানান, সরকার আউশ ও বোরোর পাশাপাশি এ বছর রোপা আমন ধান আবাদে কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে বীজ-সার দিচ্ছে। এতে করে আমনের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে। এ উপজেলায় ৭টি ইউনিয়নে ১ হাজার ১ শত কৃষক এ প্রণোদনা পাচ্ছে। কৃষি প্রণোদনার মধ্যে ছিল, ৫ কেজি উফশী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। এসময় কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসারগণ ও কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন। Related posts:সন্ত্রাস নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ সমাবেশনিষেধাজ্ঞা অমান্য করে কোচিং পরিচালনা করায় বিদ্যালয় কর্তৃপক্ষকে জরিমানানালিতাবাড়ীতে জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা বাছুর বিতরণ Post Views: ২৩৬ SHARES শেরপুর বিষয়: