বোরকা-হিজাব নিয়ে হেনস্তা : তদন্তের নির্দেশ হাইকোর্টের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, জুন ২, ২০২২ সারাদেশের ১৫টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বোরকা পরায় হেনস্তার শিকার হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২ জুন) বিচারপতি মুজিবর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। আগামী দুই মাসের মধ্যে শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, ধর্ম সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইলিয়াছ আলী মণ্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। অ্যাডভোকেট ইলিয়াছ আলী মণ্ডল বলেন, রিট শুনানির সময় আদালত মন্তব্য করেছেন ধর্ম নিরপেক্ষ বাংলাদেশে হিজাব-বোরকা পরা সাংবিধানিক অধিকার। Related posts:জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিতদেশের সবচেয়ে বড় অপরাধ হয় ব্যাংক খাতে : হাইকোর্টপুলিশের মুখে ‘স্প্রে’ করে লাপাত্তা দুই জঙ্গি Post Views: ৩২৫ SHARES আইন-আদালত বিষয়: