শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঝিনাইগাতীতে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জুন ৫, ২০২২ হারুন অর রশিদ দুদু : রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শেরপুর জেলার ঝিনাইগাতীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবলীগ। ৪ জুন শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঝিনাইগাতী উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশর আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৪টায় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ের মেইন ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা যুবলীগ কার্যালয়ের সম্মুখে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্যরা। সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ বেলায়েত হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুবলীগ নেতা রকিবুল ইসলাম রুকন, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম মিলন, উপজেলা প্রজন্মলীগের সভাপতি শাহজাহান আলীসহ ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ। Related posts:শেরপুরে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিতনকলার বন্ধু সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতায় জেলার পঞ্চমনকলায় স্বাধীনতা দিবসে হামদর্দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ Post Views: ২২৭ SHARES শেরপুর বিষয়: