শেরপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জুন ৫, ২০২২ শেরপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. তৌহিদ (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ৫ জুন রবিবার সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া মদিনাতুল উলুম নূরানী মাদরাসায় ওই ঘটনা ঘটে। তৌহিদ স্থানীয় আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মদিনাতুল উলুম নুরানী মাদ্রাসার শিক্ষার্থী তৌহিদ কাঁঠাল পাড়ার জন্য মাদ্রাসা ঘরের টিনের চালে উঠে। কিন্তু চালের উপর দিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন ছিল। তৌহিদ অসাবধানতাবশত চালের উপরে থাকা লাইনে তার হাতের স্পর্শ লাগে। এতে সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। Related posts:শ্রীবরদীতে অন্যত্র বিয়ে করায় ডেকে নিয়ে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিল সাবেক প্রেমিকানকলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারাশেরপুরে যৌতুকের দাবিতে পিটিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ ॥ আটক ৩ Post Views: ২৫৬ SHARES শেরপুর বিষয়: