শেরপুরে মর্টারে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, জুন ১৯, ২০২২

শেরপুরে বিদ্যুৎচালিত মর্টারে গোসল করতে গিয়ে শিল্পী বেগম (৩৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ১৮ জুন শনিবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সন্ন্যাসীরচর গ্রামে ওই ঘটনা ঘটে। শিল্পী বেগম স্থানীয় মুক্তার আলীর স্ত্রী ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। তিনি ৩ সন্তানের জননী ছিলেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে শিল্পী বেগম বাড়ীর পাশে একটি বিদ্যুৎচালিত মর্টারে গোসল করতে যান। ওইসময় মর্টারটি গৃহবধূর অজান্তে বিদ্যুতায়িত হয়ে পড়ে। গৃহবধূ গোসল শেষে মর্টারের টিউবওয়েলে হাত দিলে সেটি আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সোহাগ তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সোহাগ জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ মিস্টার মিয়া।