উপজেলা প্রেসক্লাব ঝিনাইগাতীর নয়া সভাপতি হারুন অর রশিদ দুদু, সম্পাদক মঞ্জুরুল হক

প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২২

উপজেলা প্রেসক্লাব ঝিনাইগাতী শেরপুর এর পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নব-নির্বাচিত কমিটির সভাপতি হলেন- হারুন অর রশিদ দুদু (দৈনিক সংবাদ/দৈনিক তথ্যধারা) ও সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল হক (দৈনিক খবরপত্র)।

গত ১৩ জুলাই ২০২২ ইং তারিখে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভায় উল্লেখিত দুইজনকে সভাপতি ও সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী ৩ বছরের জন্য গঠন করা হয়। গতকাল ২৫ জুলাই সোমবার সন্ধ্যায় উপজেলা যুবলীগের পক্ষ থেকে এ কমিটিকে অভিনন্দন ও সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএমে বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বর্তমান সাধারণ সম্পাদক শাহ আলমসহ যুবলীগের নেতাকর্মীগণ।