টাঙ্গাইল মহাসড়কে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার দুল্যা মনসুর নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী দাঁড়ানো একটি বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে। যানজটে আটকা পড়ে কর্মস্থলগামী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর থানার পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে পৌনে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে আরও একজন মারা যান। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। Related posts:ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংর্ঘষে ময়মনসিংহে নিহত ৩লটারির মাধ্যমে শ্রীবরদীতে ধান বিক্রির সুযোগ পেয়েছে ১৭৪৩ জন কৃষকজামালপুরে ট্রেনে কাটা পড়লো যুবক Post Views: ১৯৪ SHARES সারা বাংলা বিষয়: