তানিয়ার সঙ্গে বিচ্ছেদ, সোনিয়াকে বিয়ে করলেন এস আই টুটুল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২২ প্রায় দুই যুগের সংসারযাপনকে ইতি জানিয়ে আলাদা হয়েছেন তারকা দম্পতি এস আই টুটুল ও তানিয়া আহমেদ। এরইমধ্যে দ্বিতীয় বিয়ের কাজটিও সেরে নিয়েছেন সংগীতশিল্পী এস আই টুটুল। ১৮ জুলাই সোমবার দুপুরে পাওয়া গেল এই বিয়ে ও বিচ্ছেদের খবর। জানা গেছে, গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রপ্রবাসী শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন এস আই টুটুল। তাঁর সঙ্গেই এখন নিউইয়র্কে থাকছেন গায়ক। যুক্তরাষ্ট্রে সোনিয়া একটি চাকরির পাশাপাশি মিডিয়ার কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। আরটিভির একটি রিয়েলিটি শোয়ের কাজ করতে গিয়ে টুটুলের সঙ্গে পরিচয় হয় সোনিয়ার। বিয়ের খবরটি নিশ্চিত করে টুটুল বলেন, ‘আমরা গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। খুব তাড়াতাড়ি এখানে (যুক্তরাষ্ট্র) ও বাংলাদেশে বন্ধুবান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠানিকতা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ এ বিয়ের খবরের মাধ্যমে সামনে এসেছে অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে টুটুলের বিচ্ছেদের বিষয়টি। ১৯৯৯ সালের ১৯ জুলাই বিয়ে করেন তাঁরা। দীর্ঘ বছরের বৈবাহিক সম্পর্কের অধ্যায় তাঁরা শেষ করেছেন গত বছরই। টুটুল বলেন, ‘৫ বছর ধরে আমি ও তানিয়া সেপারেশনে ছিলাম। গত বছর আমাদের অফিশিয়াল ডিভোর্স হয়।’ এই তারকা দম্পতির সংসার ভাঙার খবরে অবাক হয়েছেন শোবিজের লোকজন। চমকে গেছেন ভক্তরাও। টুটুল-তানিয়ার সংসারে আছে তিন সন্তান। তারা হলেন অনয়, শ্রেয়াস ও আরশ। আরও দুটি মেয়ে আছে আয়াত ও সামিয়া নামে। এই দুজনকে দত্তক নিয়েছিলেন টুটুল-তানিয়া। টুটুলের বিয়ের খবরে নিজের শুভেচ্ছাবার্তা দিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী তানিয়া। তিনি বলেন, ‘আমাদের সমঝোতায় ডিভোর্স হয়েছে। ও ওর লাইফ নিয়ে ভাল থাকুক। তার জন্য আমার শুভকামনা থাকবে সবসময়।’ Related posts:প্রথমবার একসঙ্গে মৌ ও ফেরদৌসউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেইফর্সা হতে ১০টি তরমুজ খেয়ে ফেললেন জাহিদ হাসান Post Views: ৩৮০ SHARES বিনোদন বিষয়: