দেশের সবচেয়ে বড় অপরাধ হয় ব্যাংক খাতে : হাইকোর্ট অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২২ দেশে সবচেয়ে বড় অপরাধ ব্যাংক খাতে সংঘটিত হয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ২৬ জুলাই মঙ্গলবার এক মামলায় ইসলামী ব্যাংকের চার কর্মকর্তার জামিন শুনানিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, সবচেয়ে সাংঘাতিক অপরাধ সংঘটিত হচ্ছে ব্যাংকে। ব্যাংক খাতে বড় বড় অপরাধ হচ্ছে। এরা দেশটাকে পঙ্গু করে দিচ্ছে। এভাবে চললে দেশটা এগোবে কীভাবে? আসামিদের উদ্দেশে আদালত বলেন, আপনাদের জেলে পাঠাতাম কিন্তু টাকার পরিমাণ কম হওয়ায় আত্মসমর্পণের সুযোগ দেওয়া হলো। পরে আদালত আগামী চার সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ঋণ জালিয়াতি সংক্রান্ত এক মামলায় চার আসামির জামিন চাইলে আদালত এ আদেশ দেন। আদালতে এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন এবং দুদকের আইনজীবী খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন। Related posts:হলি আর্টিসান মামলার রায়ের কপি উচ্চ আদালতেরিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক৬ মাসের মধ্যে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করার নির্দেশ Post Views: ২৫৫ SHARES আইন-আদালত বিষয়: