নকলায় মৃগী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২ শেরপুরের নকলায় মৃগী নদী থেকে অবৈধভাবে বেকু মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে মো. চাঁন মিয়া (৬৩) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৮ জুলাই বৃহস্পতিবার সন্ধায় উপজেলার চরমধুয়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। চাঁন মিয়া ওই এলাকার মৃত কসিম উদ্দিনের পুত্র। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। এসময় সহকারি কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফসহ পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনও বুলবুল আহমেদ জানান, অবৈধভাবে বেকু দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। ওইসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। Related posts:শেরপুরে স্যার ফজলে হাসান আবেদের স্মরণে সভাশেরপুরে লাইসেন্স ও প্রশিক্ষিত নার্স না থাকায় ৩ ক্লিনিক-হাসপাতালকে অর্ধ লক্ষ টাকা জরিমানাশেরপুরে ব্যাটারির জন্য অটোচালককে হত্যা, ১৮ দিন পর মরদেহ উদ্ধার Post Views: ১৯৮ SHARES শেরপুর বিষয়: