নেত্রকোনায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধ খুন, গ্রেফতার ৬ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২২ পূর্ব শত্রুতার জেরে নেত্রকোনার আটপাড়ায় বৃদ্ধ খুনের ঘটনায় র্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে মামলার ৮ আসামি গ্রেফতার করেছে। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল জানান, মামলার এজাহার নামীয় দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনার মামলায় আরও ৬ জনকে ভৈরব থেকে র্যাব-১৪ এর একটি দল গ্রেফতার করে। এর আগে, গত শুক্রবার নিজ ঘর থেকে বৃদ্ধ পুলিশ মিয়ার গলা কাটা লাশ উদ্ধার হয়। পালগাঁও গ্রামের পুলিশ মিয়া খুনের ঘটনায় ১৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩০ জনকে আসামি করা হয়। মামলার বাদী নিহতের ছেলে আলম মিয়া। Related posts:রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৫, মামলা ৫০শেখ হাসিনা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে স্বচেষ্ট: ধর্ম প্রতিমন্ত্রীজামালপুর কারাগারে কয়েদীর মৃত্যু Post Views: ২০৭ SHARES সারা বাংলা বিষয়: