প্রাথমিকে আরও ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে : প্রতিমন্ত্রী জাকির হোসেন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২ মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষক নিয়োগ দেয়া হবে। বর্তমানে চলমান পরীক্ষা পদ্ধতির মধ্যদিয়ে চলতি বছর ৪৫ হাজার সরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি। ২৭ জুলাই বুধবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনলাইন পদ্ধতিতে শিক্ষক বদলি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, বদলি কার্যক্রমে হয়রানিমুক্ত ও স্বচ্ছতা আনতেই এখন থেকে অনলাইন পদ্ধতিতে প্রাথমিক শিক্ষকদের বদলি করা হবে। সারা দেশে বদলি কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হবে আগামী মাস থেকে। অনলাইনে উপজেলা পর্যায়ে শিক্ষক বদলি কার্যক্রম উদ্বোধন হলেও, দেশের মহানগর পর্যায়ে বদলি আপাতত বন্ধ থাকবে। Related posts:শেরপুরে সর্দি-জ্বরে যুবকের মৃত্যু, ১৫০ বাড়ি লকডাউনসেপ্টেম্বরের দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা আছে : শিক্ষামন্ত্রীআজ শুরু অনলাইনে মাধ্যমিকে ভর্তির আবেদন Post Views: ২৬৭ SHARES শিক্ষা বিষয়: