ময়মনসিংহে ফিল্মি স্টাইলে স্বর্ণের দোকানে ডাকাতি, দোকান মালিক গুলিবিদ্ধ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২২ ময়মনসিংহের ভালুকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতদলের হামলায় দোকান মালিক অধীর কর্মকার গুলিবিদ্ধ হয়েছেন। ২০ জুলাই বুধবার রাত ৯টায় ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন প্রদীপ জুয়েলার্সে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ৪/৫ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল প্রাইভেটকারে এসে প্রদীপ জুয়েলার্সে ডুকে দোকান মালিক অধীর কর্মকতা ও তার ভাই সুধীর কর্মকারকে অস্ত্রেও মুখে জিম্মি করে। দোকানের কাউন্টারের শোকেসে থাকা সব সোনা লুট করে নিয়ে যায়। এ সময় হাতাহাতির ঘটনায় দোকান মালিক অধীর কর্মকারের পায়ে একটি গুলি করে ও মাথায় আঘাত করে বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে গফরগাঁওয়ের দিকে চলে যায়। ককটেলের স্প্রিন্টারের আঘাতে কয়েকজন পথচারী আহত হন। খোঁজ পেয়ে স্থানীয় লোকজন আহত দোকান মালিক অধীর কর্মকতারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। প্রত্যক্ষদর্শী হার্ডওয়ার দোকান শাহিন জানান, পর পর তিনটি বোমা বিস্ফোরণের কারণে বিকট শব্দে আশপাশ এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। একটি প্রাইভেটকার থেকে নেমে ৪/৫ জন লোক দোকানে ঢুকে। পরে গিয়ে দেখি দোকান মালিক রক্তাক্ত অবস্থায় পরে আছে এবং দোকানের সোনা লুট করে নিয়ে গেছে। আহত দোকান মালিক অধীর কর্মকার জানান, আমার ভাই ও আমার মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে প্রায় ৫০ ভরি সোনা লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এসময় হাতাহাতির সময় আমার পায়ে গুলি করে ও মাথায় আঘাত করে। ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা হবে। Related posts:ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধারজামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিতসংঘর্ষে রণক্ষেত্র হবিগঞ্জ, প্রাণ গেল যুবকের Post Views: ২২৭ SHARES সারা বাংলা বিষয়: