ময়মনসিংহে যুবককের গলা কাটা লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২২ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আমান আলী (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৬ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার কুশমাইল ইউনিয়নের মাঝিপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আমান আলী ওই এলাকার সাহাব আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে আকাশি বাগানে আমান আলীর গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমান আলী নেশাগ্রস্ত ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এছাড়া একটি চুরির মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যার পর মরদেহ বাগানে ফেলে চলে যায়। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। Related posts:ফুলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালিজামালপুরে কন্যা শিশু দিবস পালিতময়মনসিংহে প্রবাসীর বাড়িতে মিলল ৭ হাজার কেজি লবণ, আটক ৪ Post Views: ৩০৯ SHARES সারা বাংলা বিষয়: