শ্রীবরদীতে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২২ শেরপুরের শ্রীবরদীতে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিজল ওরফে ডালি (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৩ জুলাই শনিবার সকালে উপজেলার তাতিহাটী ইউনিয়নের চককাউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। ডালি ওই গ্রামের মৃত ছৈয়দুর রহমানের ছেলে। নিহতের পরিবারের সদসদের বরাত দিয়ে ওসি জানান, শনিবার সকালে ডালি তার নিজের ঘরে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে যান। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল নাইম ডালিয়া জানান, রোগী হাসপাতালে আনার আগেই মারা গেছে। Related posts:শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক মাদক ব্যবসায়ীর ৮ মাসের কারাদণ্ডঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিতঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন Post Views: ২৫৩ SHARES শেরপুর বিষয়: