কুয়াকাটায় ৬০ কেজি ওজনের সামুদ্রিক শোল মাছ ধরলেন জেলেরা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২২ পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের বিশালাকৃতির এক সামুদ্রিক শোল মাছ। এটির দৈর্ঘ্য ১০ ফুট, প্রস্থ ২ ফুট। ২ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মাছটি আলীপুর মৎস্যবন্দরে নিয়ে আসা হয়। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। স্থানীয় সূত্রে জান যায়, বঙ্গোপসাগরের সোনার চর পয়েন্টে বাঁশখালীর হাছানুল মাঝি নামের এক জেলের জালে তিন দিন আগে মাছটি ধরে পড়ে। পরে আজ তিনি মাছটি আলীপুরে নিয়ে এলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম খান ২০ হাজার টাকায় কেনেন। মাছটির ওজন বেশি হওয়ায় ট্রলারে তুলতে অনেক বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন হাছানুল। এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সামুদ্রিক শোল মূলত সচরাচর দেখা যায় না। এটি গভীর সমুদ্রের মাছ। মাছটি নিয়ে গবেষণা করা প্রয়োজন। Related posts:শ্রীবরদীতে কমিউনিটি পুলিশের আলোচনা সভা-র্যালিরাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের আয়োজনে প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচ অনুষ্ঠিতজামালপুরে শেখ রাসেলের জন্মদিন পালিত Post Views: ২৫৬ SHARES সারা বাংলা বিষয়: