ঝিনাইগাতীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশু পাচার, যৌতুক, যৌন হয়রানি, মাদক, ইভটিজিং, সুদের ব্যবসা, করোনা ভাইরাস প্রতিরোধ ও আইনী সহায়তা বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার ধানশাইল ইউনিয়নের ধানশাইল বাজারে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, থানার উপ-পরিদর্শক (এসআই) রোকসানা আক্তার খানম, ফরিদ উদ্দিন প্রমুখ। এসময় বক্তারা বলেন, সামাজিক দ্বায়বদ্ধ থেকে সামাজিক সচেতনতাই পারে বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন বন্ধ করতে। তাই সমাজিক ভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নারী সংগঠনের নেতৃবৃন্দ, ইমাম, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরাগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে অসহায়দের মাঝে মানবতার ফেরিওয়ালা সাবেক এমপি শ্যামলীর আরও ইফতারী বিতরণঝিনাইগাতীতে ধানখেতে বার্মিজ প্রজাতির অজগরগ্রুপিং করে ধানের শীষ প্রতীককে অসম্মানিত করা যাবে না: শেরপুরে বিএনপি নেত্রী প্রিয়াঙ্কা Post Views: ১৮০ SHARES শেরপুর বিষয়: