ঝিনাইগাতীতে শেখ কামালের ৭৩তম জন্মদিন উদযাপন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। ৫ আগস্ট শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শেখ কামালের স্মৃতিচারণ তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এছাড়াও সভায় শেখ কামালের স্মৃতিচারণ তুলে ধরে আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রস্তাবিত উপজেলা কমিটির সভাপতি শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কাশেম, পিআইও আব্দুল মান্নানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ। আলোচনা শেষে শেখ কামালের আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের সকলের জন্য দোয়া করা হয়। পরে যুব উন্নয়নের উদ্যোগে সুবিধাভোগীদের মাঝে গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের পার্শ্বে গাছের চারা রোপণ করা হয়। Related posts:শেরপুরে জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের ঝিনাইগাতী উপ-কমিটির নব-নির্বাচিত নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠিতনকলায় কলা গাছের ভেলা কেঁড়ে নিলো রিফাতের হাফেজ হওয়ার স্বপ্নশেরপুরে সাবেক এমপি শ্যামলীর নবজাতক পুত্র সন্তানের অকাল মৃত্যু Post Views: ২৯৯ SHARES শেরপুর বিষয়: