ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্ত্বরে আল্লাহু-মুহাম্মদ স্তম্ভ ক্যালিওগ্রাফির উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্ত্বরে সৌন্দর্য বাড়াতে আল্লাহু-মুহাম্মদ খচিত স্তম্ভ ক্যালিওগ্রাফি নির্মাণ শেষে এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ আগস্ট বুধবার বেলা ১২টায় আল্লাহু-মুহাম্মদ খচিত স্তম্ভ ক্যালিওগ্রাফির শুভ উদ্বোধন করেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। উদ্বোধনকালে শেরপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ হুমায়ুন কবীর রুমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসনে, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ আবু তাহের, ঠিকাদার একেএম সারোয়ার হোসেনসহ উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ। এ ক্যালিওগ্রাফিতে আল্লাহু-মুহাম্মদ এর নাম লেখা রয়েছে। ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদের অর্থায়নে এ ক্যালিওগ্রাফি স্তম্ভটি নির্মাণ করা হয়েছে। এতে প্রতিটি দর্শনার্থীর চোখে পড়বে আল্লাহর নাম। সেইসাথে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্ত্বরের সৌন্দর্য্যতা বৃদ্ধি পেয়েছে। Related posts:নকলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত‘হেড স্যার আমার জীবনডা শেষ করে দিল’নকলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেলন নবাগত ইউএনও মোস্তাফিজুর রহমান Post Views: ২৩৪ SHARES শেরপুর বিষয়: