নকলায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২২ শেরপুরের নকলায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ আগস্ট) ধনাকুশা পূর্বপাড়া ও ধুকুরিয়া এলাকায় তাদের মৃত্যু ঘটে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, নকলার ধনাকুশা পূর্বপাড়া এলাকার জব্বার আলীর ছেলে রুবেল মিয়া সকালে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে তার কোন হদিস পায়নি তার পরিবার। পরে সন্ধ্যার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানায় পরিবার। অপর ঘটনায়, উপজেলার ধুকুরিয়া এলাকার নজরুল ইসলামের স্ত্রী বৃদ্ধা খালেদা বেগম রাত ৯ টার দিকে ব্যাটারি চালিত অটোরিকশার তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ওসি আরও জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। Related posts:নকলায় শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণনির্বাচন যথাসময়ে হবে, লাফালাফি করে লাভ নেই : মতিয়া চৌধুরীনালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু Post Views: ৩২৩ SHARES শেরপুর বিষয়: