নালিতাবাড়ীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২২ শেরপুরের নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আছিয়া বেগম (২২) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের উত্তর পলাশিকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আবু হানিফকে আটক করেছে থানা পুলিশ। পারিবারিক সূত্র জানায়, প্রায় তিন বছর আগে পলাশীকুড়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে কাঠমিস্ত্রী আবু হানিফের সাথে পার্শ্ববর্তী বাতকুচি গ্রামের আবু বকরের কন্যা আছিয়ার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শ্বশুর-শাশুড়ির সাথে পারিবারিক কলহ লেগে ছিল। গেল সপ্তাহে এ কলহের জেরে আছিয়া পিতার বাড়ি চলে যায়। তিন-চার দিন পর পুনরায় সে স্বামীর বাড়ি আসে। গতকাল সোমবার রাতে পুত্রবধু আছিয়ার কাছে চা খেতে চান শাশুড়ি জয়ফুল। এতে আছিয়া অস্বীকৃতি জানালে বৌ-শাশুড়ির মাঝে বাগ-বিতন্ডা হয়। একপর্যায়ে স্বামী আবু হানিফ স্ত্রী আছিয়াকে চড়-থাপ্পড় দেন। এদিকে মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো রান্নাবান্না শেষে স্বামী-স্ত্রী মিলে নাস্তা শেষ করে এবং স্বামী আবু হানিফ কাজে চলে যায়। পরে বেলা এগারোটার দিকে ঘরের দরজা বন্ধ দেখে শাশুড়ি ডাকাডাকি করে পুত্রবধূর ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আবু হানিফকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচণার মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। Related posts:নালিতাবাড়ীতে ফেনসিডিলের বড় চালানসহ মাদক ব্যবসায়ী আটকনালিতাবাড়ীতে শেষ হল দুদিনব্যাপী ‘তীর্থ উৎসব’শ্রীবরদীতে বজ্রপাতে নিহত ১, আহত ২ Post Views: ২১৮ SHARES শেরপুর বিষয়: