ফুলপুরে সোনারবাংলা বাস খাদে পড়ে আহত ৩৫ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২২ ময়মনসিংহের ফুলপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৫ যাত্রী আহত হয়েছেন। ৩১ জুলাই রবিবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর উপজেলার মোকামিয়া নামক স্থানে একটি বাস খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে শেরপুরগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস রাস্তার পাশে খাদে পানিতে পড়ে যায়। পরে সংবাদ পেয়ে ফুলপুর থানার ওসি, টহল পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আনুমানিক ৪০-৫০ জন যাত্রীকে তখন উদ্ধার করেন। এসময় অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আল আমিন বলেন, রেকার সংবাদ দেওয়া হয়েছে। রেকার আসলে বাসটি পানি হতে উত্তোলন করার পর দেখা যাবে আরও কেউ পানির নিচে রয়েছে কিনা। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আর বাসের নিচে আরো কেউ আছে কিনা তা রেকার আসলে পরে জানা যাবে। Related posts:জামালপুরে যৌন আক্রমণের প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিদেশের যেকোনো দুর্যোগে জনগণের পাশে আছেন প্রধানমন্ত্রী: মির্জা আজমপদ্মায় ধরা পড়লো ৩২ কেজির দুই কাতল, ৪৩ হাজারে বিক্রি Post Views: ৩১৮ SHARES সারা বাংলা বিষয়: