মৌসুমীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে যা বললেন ওমর সানি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২২ বিবাহবার্ষিকীতে স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে শুভেচ্ছা জানিয়েছেন ওমর সানি। ফেসবুকে নিজেদের পুরনো একটি ছবি পোস্ট করে ওমর সানি লিখেছেন, ‘আল্লাহ একসাথে থাকার তৌফিক দান করুন বাকি জীবন, শুভ বিবাহবার্ষিকী মৌসুমী’। জানা গেছে, ১৯৯৫ সালের ৪ মার্চ বিয়ে করেছিলেন এই তারকা দম্পতি। পাঁচ মাস পর ২ আগস্ট তারা আয়োজন করেছিলেন বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানের। সে হিসেবে তাদের ২৭তম বিবাহবার্ষিকী আজ মঙ্গলবার। প্রসঙ্গত, ১৯৯৪ সালে পরিচালক দিলীপ সোম মৌসুমী-ওমর সানীকে নিয়ে ‘দোলা’ সিনেমা নির্মাণ করেন। এ সিনেমা দিয়েই দুজনের একসঙ্গে অভিনয়ের শুরু। একসঙ্গে অভিনয় করতে গিয়েই সম্পর্কে জড়ান তারা। তারা বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছেন। মৌসুমী-সানীর সংসারে আছে দুই সন্তান। Related posts:এক প্লাটফর্মে তিন জুটির ভালোবাসার গল্পমেয়েদের শালীন পোশাক পরতে বললেন অনন্ত জলিলশমী কায়সার গ্রেফতার Post Views: ২৬৩ SHARES বিনোদন বিষয়: