শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২২ শেরপুরের পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরীর বদলিজনিত কারণে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট শুক্রবার জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনসহ সকল থানা অফিসার ইনচার্জগণ বক্তব্য রাখেন। বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্যে কর্মময় জীবনে তিনি একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস, পরিশ্রমী, দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ সুপার হিসেবে আলোচিত হন। সহকর্মীরা তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী ও তার সহধর্মীনি পুনাক সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া, তাদের একমাত্র পুত্র সন্তান সামিন রাইয়ান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক, উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী তার বিদায়ী বক্তব্যে প্রশিক্ষিত ও সুশৃঙ্খল পুলিশ বাহিনীর সদস্য হিসেবে জনগণের সেবায় পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে শেরপুরে চাকুরির কালীন সময়ে বিভিন্ন বিষয়ের স্মৃতি চারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পরেন। এসময় উপস্থিত পুলিশ সদস্য ও অন্যান্যদের মাঝে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যাগে ইউনিটের পুলিশ সদস্যগণ ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন। Related posts:নকলায় কমিউনিটি পুলিশিং ডে পালিতবিডি ক্লিন শেরপুরের উদ্যোগে এবার পরিচ্ছন্ন হলো নবীনগর বাস টার্মিনালঝিনাইগাতীতে জাতীয় সংবিধান দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ৬১৪ SHARES শেরপুর বিষয়: