শেরপুরে জমি নিয়ে বিরোধে কৃষককে হত্যার অভিযোগ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২২ শেরপুরে জমি নিয়ে বিরোধে শাহজাহান মিয়া (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ৩ আগস্ট বুধবার সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত কৃষকের বাড়ি নলবাইদ সোনালীবন্দর গ্রামে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হান্নান মিয়া এসব তথ্য জানিয়েছেন। পরিবারের বরাতে পুলিশ জানায়, কৃষক শাহজাহানের সঙ্গে দুই শতাংশ জমি নিয়ে প্রতিবেশী হানিফ মিয়ার ছেলে মামুনের বিরোধ চলছিল। সকালে ওই জমিতে কৃষক শাহজাহান আলী জমি চাষ দিতে গেলে প্রতিপক্ষের মামুন, মোস্তফা নায়েব আলী মুন্সিসহ তাদের আরও লোকজন শাহজাহানকে প্রথমে বাধা দেয়। পরে তাকে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। এ বিষয়ে নিহতের ছেলে কাজল বলেন, ‘আমার বাবারে মামুনরা মাইরা ফালাইছে। আমি আমার বাবার খুনের ফাঁসি চাই।’ নিহতের স্ত্রী ছফুরা বেগম বলেন, ‘আমরা ওই জমি চাষ করতে গেলে মামুনরা সবাই মিইলা আমার স্বামীরে পিডাইয়া মাইরা ফালাইছে। আমি তাদের শাস্তি চাই।’ এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হান্নান মিয়া বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ Related posts:রমজানকে স্বাগত জানিয়ে নকলা উপজেলা জামায়াতে ইসলামীর শোভাযাত্রাউপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ঝিনাইগাতীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় Post Views: ৩৬১ SHARES শেরপুর বিষয়: