শেরপুরে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করলেন জেলা প্রশাসক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২২ জাতীয় শোকের মাস উপলক্ষে শেরপুর জেলায় ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। ৪ আগস্ট বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কামাররেচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। ওইসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও সাবিহা জামান শাপলা, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব প্রমুখ। জানা যায়, জেলায় এবার ১ লক্ষ ১০ হাজার ৬৯ টি পরিবারকে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য প্রদান করা হবে। প্রতিটি পরিবারকে ৫৫ টাকা দরে ১ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মশুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল দেয়া হবে। এদিকে টিসিবির পন্য বিক্রি উদ্বোধনের পর কামারেরচর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে জাতীয় শোকের মাস উপলক্ষে জেলা প্রশাসক সাহেলা আক্তার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। Related posts:শেরপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজিশেরপুরে ‘যতদূর বাঙালি ততদূর জনক’ নাটকের মঞ্চায়ন অনুষ্ঠিতশারদীয় দুর্গোৎসব: শেরপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা Post Views: ২৯৯ SHARES শেরপুর বিষয়: