শেরপুরে বন্ধুদের সাথে বিলে ঘুরতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২২ শেরপুরের ঝিনাইগাতীতে বন্ধুদের সাথে নৌকা দিয়ে বিলে ঘুরতে গিয়ে পানিতে ডুবে রওনক নাহিদ (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৫ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কাটাখালি বিলে নৌকাডুবিতে ওই ঘটনা ঘটে। মৃত রওনক নাহিদ শেরপুর শহরের সজবরখিলা এলাকার আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ মামুনের ছেলে। সে শহরের আইডিয়াল প্রিপারেটরী এ্যান্ড হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল পাঁচটার দিকে রওনক নাহিদ, নিনাদ, পরশ, প্রান্তিক ও উদয়সহ পাঁচ বন্ধু মিলে ঝিনাইগাতী উপজেলার কাটাখালি বিলে একটি ছোট নৌকা ভাড়া করে ঘুরতে যায়। নৌকাটিতে দুইজন স্থানীয় মাঝি ছিল। ঘুরার এক পর্যায়ে নৌকার ভেতর পানি উঠতে শুরু করে এবং নৌকাটি উল্টে সবাই পানিতে পড়ে যায়। ওইসময় রওনক নাহিদসহ কয়েকজন পানিতে ডুবে যায়। পরে মাঝিসহ স্থানীয়রা পানিতে নেমে চারজনকে জীবিত উদ্ধার করলেও রওনক নাহিদ মারা যায়। এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, খবর পেয়ে মৃত স্কুলছাত্রের বাসায় ফোর্স পাঠানো হয়েছে। খোঁজ-খবর নিয়ে বিস্তারিত বলা যাবে। Related posts:শেরপুরে শিক্ষার্থী, ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২৫নকলায় পাঠাগার উদ্বোধননালিতাবাড়ীতে সার্জেন্ট আহাদ স্মরণে স্মৃতিফলক উন্মোচন Post Views: ৩৫৩ SHARES শেরপুর বিষয়: