সিরাজগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২২ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। ৩ আগস্ট বুধবার সকালে সিরাজগঞ্জ রোডস্থ সলঙ্গা থানাধীন কুমাসপুর এলাকায় ওই অভিযান চালানো হয়। আটককৃত আসামী হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হাড়িয়া সরকারবাড়ী এলাকার মৃত লুদু মিয়ার ছেলে শাহীন মিয়া (৩২)। র্যাব-১২ এর মিডিয়া অফিসার এম. রিফাত-বিন-আসাদ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসের ভিতরে অভিযান চালিয়ে ১৪ কেজী গাঁজাসহ আসামী শাহীন কে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। Related posts:জামালপুরে আরও ২৪ জনের করোনা শনাক্তষড়যন্ত্রে ভয় করে না শেখ হাসিনার সরকার : আইনমন্ত্রীনালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় Post Views: ২৫৪ SHARES সারা বাংলা বিষয়: