আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে শেরপুরে র্যালি ও আলোচনা সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২২ ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু বকর সিদ্দিক, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার। ওইসময় জেলা প্রশাসন, জেলা তথ্য অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ বিএনসিসি ও রেডক্রিসেন্ট এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে পৃথক ঘটনায় ৫ জনের অপমৃত্যুশেরপুরে জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের খোয়ারপাড় উপ-কমিটির শপথ গ্রহণনালিতাবাড়ীতে কর্মহীন ট্রাক চালক শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Post Views: ১৫৩ SHARES শেরপুর বিষয়: