গজনী অবকাশে পর্যটন মোটেল নির্মাণের স্থান পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রণালয়ের সচিব অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের গজনী ও রাংটিয়া মোড় এলাকায় পর্যটন মোটেল নির্মাণের জন্য স্থান পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন। ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে গজনীর পর্যটন কেন্দ্র ও রাংটিয়া ফরেস্ট অফিসের সামনের মোড় এলাকা পরিদর্শন করেন তিনি। ওইসময় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ আলি কদর, শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার, টুরিস্ট বোর্ডের উপসচিব মোঃ জাবেদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোকতাদিরুল আহম্মেদ, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, বন বিভাগের এসিএফ আবু ইউসুফ ও শরিফুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৯৩ থেকে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের গজনীতে ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে পর্যটন কেন্দ্র চালু রয়েছে। সৌন্দর্য্য উপভোগ করার জন্য প্রতি বছর দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসে এ পর্যটন কেন্দ্রে। তাই এ পর্যটন কেন্দ্রকে আরও সৌন্দর্য্য ও দেশ-বিদেশ থেকে পর্যটকদের ভ্রমণ ও নিরাপত্তার সুবিধার্থে পর্যটন মোটেল ও টুরিস্ট পুলিশ জোন নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে এর স্থান পরিদর্শন করলেন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের বিভিন্ন স্থাপনার সৌন্দর্য্য দেখে তিনি মনোমুগ্ধ হন। Related posts:শেরপুরে বিএনপি নেতা বাদল হত্যায় জড়িতদের গ্রেফতার-বিচারের দাবিতে মানববন্ধননেত্রকোনার কলমাকান্দায় ব্যবসায়ীকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যাশেরপুরে উদীচীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Post Views: ২৩০ SHARES শেরপুর বিষয়: