নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। তিনি ২১ সেপ্টেম্বর বুধবার নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট আকস্মিক পরিদর্শন করেন।

ওইসময় ইমিগ্রেশন চেকপোস্টের নতুন নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজের অগ্রগতির খোঁজ খবর নেন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নবাগত পুলিশ সুপার।
ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমদাদুল হকসহ জেলা পুলিশের উর্ধ্বতন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।