নালিতাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক মাদক ব্যবসায়ী ও বিভিম্ন মামলায় পরোয়ানাভুক্ত ৮ আসামিসহ ৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৪ সেপ্টেম্বর রবিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কয়রাকুড়ি গ্রামের মোঃ শেখ সাদী (৪০),পোড়াগাঁও গ্রামের মোঃ নজরুল ইসলাম (৪০), মোঃ রাব্বি (২৪), মোঃ আলী হোসেন (৪৫), মোঃ আঃ রহিম ওরফে অভিনাছ (৫৫), বুরুঙ্গা গ্রামের মোঃ রিয়াজুল হক (৫৫) ও মোঃ নজরুল ইসলাম (৩৫), আন্ধারুপাড়া গ্রামের মোছাঃ মাহফুজা বেগম (৪৮) ও মোঃ আবেদ আলী (৫৫)। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার উপজেলার কয়রাকুড়ি গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ শেখ সাদী নামের এক ব্যক্তিকে এবং বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভূক্ত ৮ আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়। পরে সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে থানার সেকেন্ড অফিসার এসআই সায়েদুর রহমান বলেন, পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলায় পরোয়ানাভূক্ত ৮ আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। Related posts:শ্রীবরদীতে আইএফ আইসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধনশেরপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত২৯ ফেব্রুয়ারী গজনী অবকাশে শেরপুর প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন Post Views: ২৩৫ SHARES শেরপুর বিষয়: