শেরপুরে জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২ শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি ওই সাক্ষাৎ করেন। ওইসময় নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক সাহেলা আক্তারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। ওইসময় নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মুকতাদিরুল আহমেদসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরের ৭৪টি গীর্জায় বড়দিন উদযাপনশেরপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু আর নেইশেরপুরে নবনির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত Post Views: ১৯৮ SHARES শেরপুর বিষয়: