শেরপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২ শেরপুরে জেলা লিগ্যাল এইড কমিটির আগস্ট/২০২২ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন। ওইসময় তিনি লিগ্যাল এইড সেবার পরিধি বাড়াতে বিচারকদের পাশাপাশি আইনজীবী, পুলিশ, চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রয়াসের উপর গুরুত্বারোপ করেন। সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা এবং সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) মো. গোলাম মাহ্বুব খাঁনের সঞ্চালনায় সভায় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। Related posts:নকলায় বৈদ্যুতিক সেচপাম্পের ঘর থেকে কৃষকের লাশ উদ্ধারনালিতাবাড়ীতে কৃষিবিদদের মিলন মেলানালিতাবাড়ীতে ৯টি গরুসহ সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ Post Views: ২৫২ SHARES শেরপুর বিষয়: