শেরপুরে ডিএসএ স্কুল দাবা প্রশিক্ষণ ও প্রতিযোগিতার উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২ শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতা ও স্কুল দাবা প্রশিক্ষণ-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির আয়োজনে ৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের হলরুমে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আবু বকর সিদ্দিক। জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কোহিনুর বেগম বিদ্যুৎ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীতে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি শুরুঝিনাইগাতীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিতশেরপুরের নকলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদের যোগদান Post Views: ২১০ SHARES শেরপুর বিষয়: