শেরপুরে পুকুরের পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২ শেরপুরে পুকুরের পানিতে ডুবে আহেদ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারের পাশে ওই ঘটনা ঘটে। আহেদ আলী পার্শ্ববর্তী দিঘলদী মোল্লাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ মৃতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহেদ আলী পীর ও মাজারভক্ত লোক ছিলেন। প্রায়ই তিনি বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন মাজারে ঘুরে ৭/৮ দিন পর বাড়ি ফিরতেন। একইভাবে গত ৭/৮ দিন আগে তিনি বাড়ি থেকে বের হন। তবে সোমবার রাতে তাকে কুসুমহাটি বাজারে আশেপাশে ঘুরতে দেখেন স্থানীয়রা। পরে মঙ্গলবার সকালে কুসুমহাটি বাজারের পাশে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। মৃতের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। Related posts:শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে র্যালি অনুষ্ঠিতশ্রীবরদীতে ভারতীয় মদসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতারশেরপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন Post Views: ১৯৩ SHARES শেরপুর বিষয়: