শেরপুরে মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২ শেরপুরে মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে ও শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। কর্মশালায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ.জেড মোরশেদ আলী, সিভিল সার্জন ডা: অনুপম ভট্টাচার্য, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএসএম নূরুল ইসলাম হিরু বক্তব্য রাখেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ.কে.এম শওকত ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবদ্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম। ওইসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়াসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন। Related posts:শেরপুরে ২ দিনব্যাপী শিশু পরিবারের ব্যবস্থাপনায় ইনহাউজ প্রশিক্ষণশেরপুরে ঝিনাইগাতীর কোচপল্লীতে করোনা সচেতনতা ক্যাম্পেইনশেরপুরে অগ্নিকান্ডে নগদ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত Post Views: ২০৮ SHARES শেরপুর বিষয়: