শেরপুরে স্কুলছাত্র রিমন হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২ শেরপুরে স্কুলের টয়লেট থেকে রিমন হাসান (১৪) নামে এক ছাত্র হত্যার প্রতিবাদে ও ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে নিহত রিমনের বাসস্থান খুনুয়া এলাকাবাসীর আয়োজনে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সদর উপজেলার ভীমগঞ্জ বাজারে মানববন্ধন শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শেরপুর শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, প্রভাষক মতিউর রহমান, রফিকুল ইসলাম মাস্টার, মনিরুল ইসলাম মাস্টার, সমাজসেবক ওয়াজেদ আলী, নিহত স্কুলছাত্র রিমনের বাবা মো. সাগর মিয়া, মা রশিদা বেগমসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা রিমন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, ঘটনার রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও র্যাবও চেষ্টা করছে। আমরা আশা করছি খুব দ্রুতই রহস্য উদঘাটন করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে পারবো। উল্লেখ্য, গত ২৬ আগস্ট শুক্রবার শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ এলাকার ড্যাফোডিল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের একটি টয়লেট থেকে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিমনের বিবস্ত্র ও কাদামাখা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রিমন পার্শ্ববর্তী খুনুয়া মধ্যপাড়া গ্রামের মো. সাগর মিয়ার ছেলে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। এ ঘটনায় পরদিন ২৭ আগস্ট অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন রিমনের বাবা। Related posts:নালিতাবাড়ীতে দুস্থ আনসার ভিডিপির ৩শ সদস্যদের মাঝে ত্রান বিতরণনালিতাবাড়ীতে বন্যহাতি আক্রমনে নিহত পরিবারকে চেক প্রদানআজ শেরপুরের সূর্যদী গণহত্যা দিবস Post Views: ২৫২ SHARES শেরপুর বিষয়: