শ্রীবরদীতে পানিতে ডুবে কৃষকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২ শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার তিনঘন্টা পর ফকির আলী (৩০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে জামালপুরের ফায়ার সার্ভিসের ডুবুরী দল। ১২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্দি এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফকির আলী ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর তিনটার দিকে কৃষক ফকির আলী গরুর জন্য কাটা ঘাস ধোয়ার জন্য পুকুরে যায়। এসময় সেই পানিতে ডুবে নিখোঁজ হন ফকির আলী। পরে খবর পেয়ে জামালপুরের ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে প্রায় তিনঘন্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করে। মৃত ফকিরের বড়ভাই আইনাল হক জানান, তার ছোট ভাই ফকির আলী দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভোগছিল। হয়তো মৃগী রোগে আক্রান্ত হয়ে সে পানিতে ডুবে মারা গেছে। স্থানীয় ইউপি সদস্য শাহাদাৎ হোসেন বলেন, মৃগী রোগী হওয়ার এখনও সে বিয়ে করেনি। কৃষি কাজ করে সে সংসার চালাতো। জামালপুরের ফায়ার সার্ভিসের টিম লিডার সরোয়ার হোসেন বলেন, আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসি। এসে দীর্ঘক্ষণ অভিযানের পর ওই কৃষকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে। Related posts:আদরজান ফাউন্ডেশনের উদ্যোগে এবার শিক্ষকদের মাধ্যমে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণনালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা বিল্লাল চৌধুরীসহ গ্রেফতার ২শ্রীবরদীতে ছুরিকাঘাতে কৃষক নিহত, ঘাতক গ্রেফতার Post Views: ১৮৯ SHARES শেরপুর বিষয়: