শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২২ শেরপুরের শ্রীবরদীতে তামিম (৫) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ২৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার বিলভরট গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত শিশু তামিম ওই গ্রামের এরশাদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শিশু তামিম বাড়ির ওঠানে খেলছিল। ওইসময় তার একটি খেলনা পুকুরের পানিতে পড়ে যায়। ওই খেলনা আনতে গিয়ে পানিতে পড়ে যায় তামিম। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম চিনি বলেন, বাড়িতে খেলার সময় শিশু তামিমের একটি খেলনা পানিতে পড়ে যায়। সেটা তুলে গিয়ে পুকুরের পানিতে ডুবে সে মারা যায়। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে। Related posts:মহান মে দিবস উপলক্ষে শ্রমিক নেতা আরিফ রেজার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাশেরপুরে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ৮২ জন, মৃত্যু ২শেরপুরে বন্যার শঙ্কা, বিপৎসীমায় চেল্লাখালী নদীর পানি Post Views: ১৪৩ SHARES শেরপুর বিষয়: