সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলায় নিহত ৪৫ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-নুসরার কয়েকটি অবস্থান লক্ষ্য করে রুশ হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৪৫ জন। গত শনিবার রুশ বাহিনীর এ হামলায় নিহতদের মধ্যে কমান্ডার বিলাল সাঈদ এবং আবু দু’জান আল দিরি রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইদলিব প্রদেশের আরমানাজ এলাকার শেখ ইউসুফ নামে একটি গ্রামে এই হামলা চালানো হয়। সিরিয়ায় রাশিয়ার রিকনসিলিয়েশন সেন্টারের উপপ্রধান মেজর জেনারেল ওলেগ ইয়েগোরোভ জানান, রাশিয়ার বিমান হামলা এই সন্ত্রাসীদের তিনটি ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। জেনারেল ইয়েগোরোভ জানান, রাশিয়ার বিমান হামলায় সন্ত্রাসীদের অস্ত্র এবং সামরিক সরঞ্জামের কয়েকটি গুদাম ধ্বংস হয়। মেজর জেনারেল ইয়েগোরোভ জানান, নিহত সন্ত্রাসীরা ইদলিবের নিরাপদ অঞ্চলে হামলা চালাতো এবং সিরিয়ার সেনা ও বেসামরিক জনগণকে হত্যা করতো। পাশাপাশি এসব সন্ত্রাসী সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সংঘবদ্ধভাবে হামলা চালাতো। Related posts:করোনায় জাপানিজ কমেডিয়ান কাইশ্যার মৃত্যুকলকাতা পৌরসভার ভোটে জয়ী ২১ মুসলিম প্রার্থীইমরান খানের বহু রূপ Post Views: ২০৪ SHARES আন্তর্জাতিক বিষয়: