ঝিনাইগাতীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। ৩০ অক্টোবর রবিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৬ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ড এর সাবেক কমান্ডার এএসএম নুরুল ইসলাম হিরো। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দ, ডিপুটি কমান্ডার শামছুল আলমসহ বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ Related posts:ঝিনাইগাতীতে মানসিক প্রতিবন্ধী গোল ভানুর ভাগ্যে জোটেনি প্রতিবন্ধী ভাতার কার্ড!ঝিনাইগাতীর মরিয়মনগরে গারোদের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিতশ্রীবরদী থানা পরিদর্শন করলেন শেরপুরের নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেন Post Views: ২৫২ SHARES শেরপুর বিষয়: