ঝিনাইগাতীতে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২২ হারুন অর রশিদ দুদু : “বাংলার মেহনতী মানুষ এক হও, দুনিয়ার মজদুর এক হও” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ১২ অক্টোবর বুধবার উপজেলা শ্রমিক লীগের আয়োজনে ঝিনাইগাতী উপজেলা যুবলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল জাতীয় নেতাদের রুহের মাগফেরাত কামনা করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। ঝিনাইগাতী উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল ইসলাম ফটিকের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহজাহান বাবুলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও গণ মানুষের নেতা আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন। এসময় জাতীয় শ্রমিক লীগ ঝিনাইগাতী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক হাসেন আলী বড়সহ উপজেলা শ্রমিক লীগের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে আলোচনা সভা শেষে উপস্থিত শ্রমিক লীগের নেতৃবৃন্দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। Related posts:চরশেরপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান-সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিতশেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু, চিনি, মদ ও সানগ্লাসসহ আটক ২শেরপুরে তরুণদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত Post Views: ২১৩ SHARES শেরপুর বিষয়: