ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ২০১৯ সালের পর এ বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। মোট ৩৬ হাজার আক্রান্ত হয়েছে। তার মধ্যে ২৩ হাজারই রাজধানী ঢাকায়। আর চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ১৩৬ জন। মন্ত্রিপরিষদ সচিব জানান, আক্রান্তদের ৬০ শতাংশ নারী এবং ৪০ শতাংশ পুরুষ। ডেঙ্গু প্রতিরোধে সবার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে সিটি করপোরেশনকে মশক নিধনে আরও জোর দেওয়া, প্রচার-প্রচারণা এবং মানুষকে সচেতন করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বাড়াবাড়ি করলে ‘হেফাজতের মতো বিএনপিকে’ দমন করা হবেবাড়াবাড়ি করলে ‘হেফাজতের মতো বিএনপিকে’ দমন করা হবে আনোয়ারুল ইসলাম আরও জানান, বিমানবন্দর এলাকায় সপ্তাহে সাত দিনই মশক নিধনের নির্দেশনা দেওয়া হয়েছে। ফিগার মেশিনে স্প্রে করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। Related posts:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্তচতুর্থ ধাপে ৮৪০ ইউপির ভোট পিছিয়ে ২৬ ডিসেম্বরক্লাব-মদ-জুয়া নিয়ে সংসদে ক্ষোভ, বন্ধের দাবি Post Views: ১৬৩ SHARES জাতীয় বিষয়: