নকলায় এক হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২২ শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় এক খাবার হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের বাইপাস রুনীগাই এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ। তিনি জানান, খাবারের হোটেলগুলোতে স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি ও পরিবেশন হচ্ছে কিনা সেটি নিশ্চিতে অভিযান চালানো হয়। এ সময় স্বর্ণা/বাইজিদ হোটেল এন্ড রেষ্টুরেন্টে রান্নাঘর ও রান্নার পদ্ধতি অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ হওয়ায় হোটেল মালিক মোঃ রফিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও ভবিষ্যতে আর যেনো নোংরা বা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পরিবেশন না করে সেজন্য সতর্ক করা হয়েছে এবং সাধারণ জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। Related posts:ঝিনাইগাতীতে প্রান্তিক চাষীদের ধান কেটে দিল উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগশেরপুরে অসহায়দের মাঝে মানবতার ফেরিওয়ালা সাবেক এমপি শ্যামলীর আরও ইফতারী বিতরণবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘শেরপুর হেল্পলাইন’র উদ্যোগে বৃক্ষরোপণ Post Views: ২১৬ SHARES শেরপুর বিষয়: