নকলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২২ পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশ বিশেষ ভূমিকা পালন করছে। ‘কমিউনিটি পুলিশিংয়ের মৃলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ স্লোগানকে সামনে রেখে সারা দেশে নানা কর্মসূচিতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দিবসটি উপলক্ষে শেরপুরের নকলা থানা পুুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে নকলা থানা চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে র্যালিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইসকান্দার হাবিব, যুব লীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম সোহেল, ছাত্র লীগের আহবায়ক আবু হামজা কনক, পৌর কাউন্সিলর মোঃ তোতা মিয়া, পুলিশ বিভাগের সদস্য, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। Related posts:দৈনিক তথ্যধারা পত্রিকার নালিতাবাড়ীর প্রবীন হকার হাবিল উদ্দিন আর নেইনকলায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঝিনাইগাতীতে মতবিনিময় সভা Post Views: ১৫৪ SHARES শেরপুর বিষয়: