নকলায় জাতীয় শিক্ষক দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২২ “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা মুজিব শতবর্ষ মুক্তমঞ্চের সামনে থেকে শিক্ষকদের একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন। সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তার সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ, চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আঃ খালেক,নকলা শাহরিয়া ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আজিজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। Related posts:অবশেষে শেরপুরের জেলা প্রশাসকের উদ্যোগে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় উদ্ভুত পরিস্থিতির অবসানঝিনাইগাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিতনকলায় চিরনিদ্রায় শায়িত হবেন সীমানা Post Views: ১৭৮ SHARES শেরপুর বিষয়: