নকলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে দিনব্যাপী কর্মশালা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২২ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে শেরপুরের নকলায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর বুধবার সকাল ১১ঘটিকা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন। এসময় বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ খোরশিদ আলম, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ গোলাম মোস্তফা, নকলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অপব্যবহার রোধে তাদের প্রস্তাবনা ও পরিকল্পনা উল্লেখ করেন। Related posts:ঝিনাইগাতীতে প্রায় পাঁচ বছর ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে সেতুটি!ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনশ্রীবরদীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার Post Views: ২২৭ SHARES শেরপুর বিষয়: